বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

নীল রতন চক্রবর্তী

বিশ্বাস 
নীল রতন চক্রবর্তী 
আমার জামায় , শত ছিদ্র 
আমি শীতের এই প্রহরে
আগুন্তক হিমাংকের স্পর্শে
ভেঙ্গে টুকরো হতেই পারি .

.....


জানি , তাতে কারো কিছু নয় ,-
ব্যস্ত সবাই ক্ষুদ্র স্বার্থের
ষোল আনা প্রাপ্তির আশায়
তাই আলোকে আঁধার ভাসে ...।

এতদিন কেউ নেই পাশে ...
আজ যদি বসে কেউ পাশে
চেষ্টার আপ্রাণ অভিলাষে
দরদি মনের স্নেহ স্পর্শে ...

তবে , কেন কারো গায়ে লাগে ?
দ্বন্দ্ব , অবুঝ আমার মনে
বিভ্রান্ত সত্যের অপলাপে
অথবা মায়া অশ্রু বিলাপে ।

জানি আমি জান তুমি সব
তবু নিজের ঢাকি আঁধারে
মিথ্যে প্রচার আর বিদ্বেষে
কোন এক গোপন উদ্দেশ্যে ...

আজ এই শীতের প্রহরে
জীর্ণ বস্ত্রে তার স্নেহ হাত
একটু হলেও ,শুদ্ধ শ্বাস
উঠে আসে আমার বিশ্বাস


এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন