বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

কাজী এনামুল হক

চাঁদের আয়নায় খুঁজি চাঁদমুখ
কাজী এনামুল হক


খুব বেশী দূর নয়,
এ পাড়া আর ও পাড়া; মাঝখানে কয়েকটা অলিগলি,
রিক্সা-ভ্যানের ঠুং-ঠাং টেম্পু বা প্রাইভেট গাড়ীর হর্ণ
ইটের খোয়া, সিমেন্টের বস্তা।


এসব পাশ কাটিয়েই
পাড়া প্রতিবেশী সবাই আসা যাওয়া করে ভালমন্দ জানে
হাঁটাহাঁটি ব্যস্ততা পাশাপাশি একান্ত প্রিয়জনের হাত ধরে,
আমাদের দেখা হয় না।

তোমার ডিউটি, তারপর ক্লাশ
সারাদিন পর ক্লান্ত হয়ে রুমে ফিরে ব্যক্তিগত কত ব্যস্ততা!
পেট কোনও কৈফিয়ৎ মানে না। হাড়িচুলায় অনভ্যস্থ বলে
ফ্রিজে মায়ের পাঠান রান্নাই ভরসা।

এতোটা কাছাকাছি তবু দৃষ্টির আড়ালে থাকি সারাটা প্রহর
অগত্যা চাঁদের আয়নায় খুঁজি চাঁদমুখ; তারার অক্ষরে খবর।


এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন