সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

অজাতশত্রু মৌর্য



মুখচোরা নদী
অজাতশত্রু মৌর্য


যে পথে আকাশ হেঁটে গেছে,
সে পথেই বাড়ি ফিরছিলাম আজ, একা একাই।

নীল আকাশটা আমার দিকে তাকিয়েছিল
অসভ্য কামটের মতো।
লজ্জা পাই নি আমি...ও তো তুমিই।

মনে আছে আমাকে?

জানালার গা চুঁইয়ে পড়া যে জলবিন্দুটা,
আমার ঠোঁট ছুঁয়েছিল শার্সির ওপাশ থেকে,
সেদিন তোমাকেই মনে পড়েছিল,
ভাস্কর চক্রবর্তীকে নয়।

মনে আছে ?

যে চুলের থাবা অকারণে তোমার মুখে হামলে পড়ত,
সেখানে আজ বিবস্ত্র তারকার যৌবন বিক্রি হয়।
কোনো দাশবাবু বলেননা আর, "চুল তার কবেকার..."

সে অতীত। মরাগাঙে বান ডাকলে বন্যা তো হবেই।
সেই ছেলেটাকে মনে আছে,
যার হাতে থাকতো বাঁশি ও শামশের ?

কবিতাকে মনে আছে ?
বৃষ্টি রাখতে নরম বুকের ভাঁজে।
মেয়েটা কালো ছিল। তাই ছাতা ধরেনি কেউ...

এত কথা বলছি কেন জানো ?
আজ ভিজলাম আবার।
তোমার সাথে, কবির সাথে, কবিতার সাথে...

ভাগ্যিস সবাই ছিল লুনি।
না হলে, দু'কুল ছাপানো বন্যায়
আবার একবার হারাতাম তোমায়,
শেষবারের মতো....

এবং একুশ

1 টি মন্তব্য: