শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

জাফর পাঠান



সুখহীন সুখ
জাফর পাঠান



নির্দয়ভাবে কেটে কেটে- ক্ষতবিক্ষত করে
খেঁজুর গাছ থেকে রস নিবোনা নিজ ঘরে,
নীলিমা হেমন্ত আকাশ, দুহাত চেঁপে ধরে
বলে, সুখহীন সুখ কাটাবো কেমন করে।

মাতন ধরা ঐ গাছের ফুলগুলি না ছিঁড়ে
থাকবো, সুবাসিত সুবাসটুকু শুধু ঘিরে,
কথা দিচ্ছি, লোভাতুরে ভ্রমর হবোনা আমি
কলি থেকে নিবোনা মধু জানবে শুধু তুমি।

প্রজাপতির মত যথেচ্ছ উড়ো দলে দলে
না পেলেও, দলছুট করবোনা বাহুবলে,
ছিন্নতার ব্যথা সহেনা আমার এই দিলে
তাই পারিনা ছিনাতে নিষ্ঠুরতম কৌশলে।

ফুলে-ফলে-রসে-তারুণ্যে থাকো জীবনভর
নেতানো বৃক্ষ-তরু-লতা, ভীষণ কষ্টকর,
আত্মায় বেঁধেছি মন, নয় তা জীবন ভর
কবর থেকেও দেখব, আত্মা যে পরম্পর।



























এবং একুশ

1 টি মন্তব্য: