ভ্রমণার্থী শিবির থেকে...
মধুছন্দা মিত্র ঘোষ
মেঘের গায়ে এমন মেঘ জমেছে
বৃষ্টি কথন, পশলা খানিক
চেনা আবহাওয়ায় কিঞ্চিৎ
বিকেলের ভূমিকা কমে আসছে
মেঘ রোদ্দুরের খুনসুটি টক্করে
লোলেগাঁও আকাশ জুড়ে চকিত ইন্দ্রধনুস
পাহাড় ঢালে, সাতরঙা দ্যুতি
লাবণ্যময় প্রকৃতিমায়ায়
এপারে গান, ওপারে গান _
ঝান্ডিদাঁড়ার সূর্যভোর, ‘ক্যানোপি ওয়াক’,
প্রকৃতির নির্জনে সফেদ হাতছানি
কাঞ্চনজঙ্ঘার অতখানি ঘোর __
নির্ভুল গুনে নেওয়া হুল্লোড়ে
রিসপ – লাভা – চারকোল – পেডং
এক সদ্য তোলা নবীন লঘুসংগীত
ঋতু ফুটছে, ওপারে ছায়া
ভ্রমণ মৌতাতে,
নামিয়ে আনি, অলীক পর্যটন সুষমা ...
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন