ঠিকানা
সুপ্রভাত লাহিড়ী
অদূরে মাঝদরিয়ার নাওয়ে
বিরহী মাঝির গান
শিরশিরে হাওয়ায় ভাসে,
কখনো দেবদারু গাছে
কখনো মন্দার মায়ায়
আছড়ে পড়ে দীর্ঘশ্বাসে!
আমিও নিঃস্ব আজ,
নিঃস্ব ঐ মাঝির মতন
কিংবা বিরহী মাঝির মন
খুঁজে ফেরে সবার মনে
নিঃসঙ্গ চিরবিরহীর মনের ঠিকানা-
এক হয়ে পাওয়া তোমার আমার
মনের আর্শিতে।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন