শীতের পাখিরা
মনোজিৎকুমার দাস
বরফে ঢাকা কোন সে প্রান্তর থেকে
উড়ে আসে শীতের পাখিরা
কুয়াশার ডানায় ভর করে
বাংলাদেশের শিশিরে শিশিরে
ভেজা নদী তটে
গাঙশালিকেরা বসত করে
নদীর কোটরে কোটরে
মাছরাঙা এক ধ্যানমগ্ন
নদীর কিনারের জলে হেলে থাকা
এক হিজলের ডালে;
ভোরের কুয়াশা সরে গেলে
ভিনদেশীপাখিরা নদীর কিনারে
দল বেঁধে রোদ পোহায় ওম ভরা
চোখে--
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন