এপিটাফ
অশোক তাঁতী
বন্ধ দরজা দিয়ে দেখতে পাচ্ছি নিজস্ব কবর
চিতাভষ্ম ছড়ানো কিছু ছাতিম
একমাত্র মেয়ে দরজা খুলে শান্ত চোখে
পায়ের পাশের কিছু ফুল
দুহাতে
ছড়িয়ে দেবে আকাশের দিকে মুখ করে
আর জ্বলন্ত হাওয়াতে এক নারী
কাঠের চামচে
তুলে নেবে স্পর্শযোগ্য কিছু মাটি –
ভাঙা হাতলের কাপটাতে
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন