শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

শাহেদ সেলিম তমাল



জাদু
শাহেদ সেলিম তমাল




জাদুকর আস্তিন থেকে বের করে আনে 
রঙের পুতুল
গুঁজে রেখেছে কতকিছু 
চোখের আড় ভেঙ্গে নিয়ে আসে 
কুহক বাস্তব
নিমেষে ভেসে যায় দর্শক 
হাত জুড়ে থাকে আধুলি আটানা
ভীতু দর্শক চেয়ে দেখে লোহিত স্রোত চারদিকে
ভেবে নেয় এও এক জাদু।









এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন