শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

ইন্দ্রাণী সরকার




ধরিত্রী মা
ইন্দ্রাণী সরকার



একটুখানি আকাশ অথবা আকাশের মেঘ । তুমি শস্যশ্যামলা জননীর দুগ্ধপোষ্য 
হয়েই থেকো । লাঙলে তুলে আনো বিষ, ক্ষণে ক্ষণে হয়ে যাও ধরিত্রী মাতা । কি সুন্দর, 
কি সুন্দর মোম শরীর চন্দ্র মাখা । মা গো, বেবী ডল কি তোমারি আর এক নাম, বা 
বিভিধ রূপের বিশেষ কোন রূপ ? টুটা ফাটা জমিতে ধান আনতে তোমারি খোঁজ করি 
রজ:স্বলা মাতা । একবার এসে যাও, ভয় নেই বাল্যবিধবা করাই না, বালিকা বধূও নয় । 
তুমি বৃক্ষ হয়ে যাও, ফলবতী হও । তুমিই গঙ্গা, তুমিই যমুনা, তোমাতেই নিবেদিত 
অক্ষৌহিনী সেনা । নদীর ছলছল, পুকুরের কলকল, সমুদ্রের মোহনা তোমাতেই সমর্পিত । 
এ যেন একই অঙ্গে নাচে মোহিনী মোহন দূর্বাদলশ্যাম আর মধুময়ী রাধা । ওগো মাতা, 
অপরূপা মাতা, ত্রিনয়নে ঝরাও শান্তিবারি আর ত্রিপিটক সুধা । সমস্ত দেবতা, যক্ষ, রক্ষ, 
গন্ধর্ব শুধু তোমাতেই সমর্পিত । স্খলিত আঁচল লাঙ্গলের ফলায় কর্ষিতা বেদনাতুর ধরিত্রী মা ।













এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন