স্পর্শমণি
ব্রতী মুখোপাধ্যায়
তুই বলছিস ফাঁকই ছিল, আমি বলছি ফাঁকি
পুজোর ফুলের গন্ধ এবং মধুর মন্ত্রধ্বনির
গলায় গলায় মিল হয় নি, ঠিক আছে কাজ চলুক
বলতে বলতে লুট হল যেই সাধের স্পর্শমণি
আমি চেঁচাই কোথায় গেল, ওরে কোথায় থাকিস ?
আলোর হদিশ সত্যি পেলাম ! অন্ধকারই জ্বলুক
বললাম, আর বুকের মধ্যে সারাক্ষণ কি ফাঁকা
কেন আমার মনে এল না উলঙ্গ না হয়ে
বললাম যা হল বলা, কতটুকুন বয়েস ---
ছিঁড়েখুঁড়ে দেখেই জেতিস, কি দরকার ঢাকার ?
তোর তরফে ঠিক কি ছিল, পায়ের নিচের মাটি
শক্ত কিংবা আলগা কিছু টের পাই নি মোটেই
তুই আরশির সামনে চোখে সমানে চোখ রেখেই
পারতিস কি থাকতে সোজা আগলে নিজের ঘাঁটি ?
তুই বলছিস ফাঁকই ছিল, আমি বলছি ফাঁকি
যা হোক, যা হওয়ার হল, মনের ঘরেই থাকিস
এবং একুশ
ব্রতীদা ভালবাসা জানবেন। কবিতাটি ভাল লাগল।
উত্তরমুছুন