বুধবার, ১ জুলাই, ২০১৫

অঞ্জন বর্মণ

ফিরে আসা যায়?
অঞ্জন বর্মণ



কল্পনার রঙে রাঙিয়ে দেখেছি বার বার
শব্দ হয়ে মিশে গেছো মাথার ভিতরে,
অবলীন চেতনা বা ঘুম ফোটা চোখে
নতশিরে আলাপন গোপনে গভীরে।

হাওয়ায় এঁকেছি যত তোমার ওই রেখা
ট্রেনে, বাসে রাস্তায়, ব্যস্ত রেস্তোরাঁয়,
মেঘ হয়ে মিশে গেছো আকাশের বুকে
স্বপ্ন কিংবা জাগরণে, ঘন নিস্তব্ধতায়।

তবু নিয়ে রংতুলি ক্যানভাস হাতে
কাঁপা কাঁপা মনরেখা এঁকেছি যে কত,
অনর্থক বৃষ্টি বা ছন্দবদ্ধতায়
সীমাহীন সীমানাকে বেঁধেছি আনত।

ফিরে আসা যায় কিনা স্বপ্নহীনতায়
ফোঁটা ফোঁটা শিশিরের ঘ্রাণ মেখে বুকে,
ভাবোনি কি একপলক নীরবতা ছুঁয়ে

কখনো নীলিমা আজ গভীর অসুখে?

















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন