বুধবার, ১ জুলাই, ২০১৫

ডঃ সুজাতা ঘোষ


চলো বেড়িয়ে আসি
ডঃ সুজাতা ঘোষ




রোজ মনে হয় বেড়িয়ে আসি
যেখানে শুধু আমি আর তুমি
আর আমার প্রিয় নারী প্রকৃতি

তাঁর খামখেয়ালী কাল বৈশাখী, রাগের গর্জনে বজ্রপাত
অভিমানে বৃষ্টি, আনন্দে মৃদু বাতাস
সোহাগে লাল হয়ে ওঠা  গোধূলী আকাশ,
মুহূর্তের ক্রোধে সুনামী আর ভূকম্পন,
মিলনে বুনোফুল আর শান্তিতে কাশফুলের সোহাগ
বাতাসের সাথে দুলে দুলে ...ঢেউ তুলে।

রোজই মন বলে, চলো বেড়িয়ে আসি।
মন বোঝে আমি আর প্রকৃতি
এই দুই নারী একে অপরের মনের খুব কাছাকাছি।

বদ্ধ সমাজের গণ্ডির নিয়মে প্রতিনিয়ত
সুনামী হয় আমার মনের গভীর তরঙ্গে।
আকাশ তাই হাত বাড়ায় সন্ধের সোনালী
আলো হয়ে আমার অন্দরমহলে...

বলে, চলো বেড়িয়ে আসি...মনে মনে।।


















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন