বুধবার, ১ জুলাই, ২০১৫

পলাশ কুমার পাল

জানলার কাঁধে মাথা রেখে
পলাশ কুমার পাল





জানলার কাঁধে মাথা রেখে
চোখেরা বিদ্যুৎ মাখে,
বৃষ্টির বসন্তে
দোল উৎসব যেন ফিরে ফিরে আসে
ঠোঁট কামড়ানো অপেক্ষারা
টিপ টিপ করে ভেজে,
কাগজের নৌকাটা আজও উদাসীন
টেবিলেতে;
কাদাজলে ভেসে যাওয়া মেঘ
কুড়োতে থাকে দিন-
ঝুলি তবু ফাঁপা শূন্যতা
কায়াহীন রঙহীন

জানলার কাঁধে মাথা রেখে
মনেরা রঙ মাখে,
চুঁইয়ে পরে সিক্ততা চোখের চুনটে-
ক্লান্তিহীন মেঘদূতে ক্লান্তিটা এঁটে,
পুষে নেয় আঁধারটা বৃষ্টির ফোঁটাতে













এবং একুশ

1 টি মন্তব্য: