রবিবার, ১ নভেম্বর, ২০১৫

স্বর্ণদীপ চট্টোপাধ্যায়



এক বছর আগে অনন্ত গোধূলী-বেলায়
স্বর্ণদীপ চট্টোপাধ্যায়




অনন্ত গোধূলীর দিকে চেয়ে আছি।
আকাশের ওপার থেকে খসে যাচ্ছে
মরা আলো...
এই তো, এখুনি কী আশ্চর্য ছিল;
এখনো কিছুটা লাজুক-মেশা রঙ,
অলোক হয়ে আছে।


এক একটা বছর ফিরে দেখি
তোমার মুখের বলিরেখা।
তখনো ছাত্রী - তাই না কি?
তারপরে স্কুল, কাজ শেখা
পেশাদারী ছাপ পড়ে গেছে।
পেশা তার নেশা-ভুল,
হাঁটু-ডোবা কোহলের তাপে
বুজিয়ে রেখেছে।

এই মুখ, ঠোঁটে ভেজা লালায়িত
তরলের স্বাদ,
Corporate শ্বাস
এইতো, এখুনি তোমার আঙুল, নখ
পরতে-পরতে জড়িয়ে রেখে ছিল।

আর আজ?
ইস্‌!!
এই মুখ-ই ভাল লেগেছিল??
















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন