উদ্ভট
প্রদীপভূষণ রায়
মনের মধ্যে কত কি দেয় নাড়া
সময় ঘোরে বড্ড ছাড়া ছাড়া ।
দুলকি চালে আকাশ থেকে নেমে
রোদ এসেছে বড্ড গেছে ঘেমে ।
গামছা দিয়ে ঘাম মুছিয়ে শেষে
জোছনা মাসি বসল পাশে এসে ।
হেসে বলে থাক না ক’দিন এখন
মাসির বাড়ি কাছেই আছে যখন ।
মৃদু হেসে রোদ তখনই বলে
থাকলে পরে আমার কি আর চলে ?
কত যে কাজ রইছে হেথা হোথা
এটা শুধুই আমার মাথা ব্যাথা ।
থাকলে তোমার কাজ হবে যে বন্ধ
কবিগুলো পাগল হয়ে কেঁদে হবে অন্ধ ।
ঘুমের মধ্যে আবোল-তাবোল কত কি যে দেখি
পুকুর পাড়ের গাছের ফাঁকে চাঁদ দিয়েছে উঁকি
ঘুম ভেঙ্গে যায় তাকিয়ে দেখি জানলা দিয়ে এসে
জোছনা মাসি বসে বসে মুচকি মুচকি হাসে ।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন