রবিবার, ১ নভেম্বর, ২০১৫

তন্ময় বসু







এটা কেমন হল 
তন্ময় বসু



পুরুষ নাকি মুক্ত! কিন্তু প্রকৃতিতে আবদ্ধ!
সেও অজ্ঞানতায়।
ফির্ উপায়?
উপায় ভি, ও প্রকৃতি কা পাশ।
সংসার রূপে যেটা পাশে পাশে ঘুরছে, ফিরছে
ওটা আসলে দুঃখ, কষ্ট!
সময়মত ঢেলে দেবে আর উৎপাত করবে
যাতে পরিমানমত বৈরাগ্য উৎপন্ন হয়,
বিবেক জাগ্রত হয়,
আর পুরুষ মুক্তিলাভ করে।
কেয়া ফরম্যাট!
কেয়া স্ক্রীপ্ট গুরু!
মার কাটারী!
পাবলিক তেতে আছে, হেবি খাবে।
কিন্তু, দুঃখটা আসবে সংসার থেকে -
বিষয়ভোগের অরুচি হলে!
পাবলিক মানবে?
যদি বলে বিষয়ই নেই,
আগে বিষয়আসয় ফেরৎ চায়!
বাতিল, বাতিল
আবার গন্ধটা বেরোচ্ছে।
এ্যাই ধূপ ধুনো নিয়ে আয়!
















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন