শনিবার, ১ আগস্ট, ২০১৫

পিয়ালী বসু



স্বপ্ন 
পিয়ালী বসু 



স্বপ্নগুলো বোনা হচ্ছে
আকাশ কুসুম ইতিউতি স্বপ্ন 
ভবিষ্যতের অজানা নামহীন কেবিনের ধোঁয়াশা ঘেরা ফাটল ধরা বদ্ধ ঘরটায়।
প্রতিক্ষণ কাটছে তীব্র দোলাচলতায়
জিততে পারবো তো ? পারবো তো winner হতে ?
Though I am not obligated to win
but still .. I don't want be called a loser
পরাজিত রা পৃথিবী বদলের স্বপ্ন দেখতে পারে কি ?
ঘুমাতে পারি না রাতে
স্পষ্টতই শুনতে পাই শব্দটা
হৃদয় ভাঙার শব্দ, স্বপ্ন ভাঙার শব্দ 
আকাশ ছোট হচ্ছে, সংকীর্ণ হচ্ছে মন, পৃথিবী ছোট হচ্ছে, বাড়ছে দহন

~ ছোট হতে থাকা আকাশটা যখন সেজে ওঠে তারার সামিয়ানায় , তখন আরও একবার নতুন করে নতুন পৃথিবীতে পৌঁছোবার আর্তি জেগে ওঠে ~       
 I shall overcome ..some day !










এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন