মৃত্যু তোমাকে
সুকান্ত চক্রবর্তী
তবু ও তো অনেকটা পথ চলা হল,
অনেক গান গাওয়া হল, স্বপ্ন দেখা হল;
অনেক বিপ্লব, অনেক যুগান্তর আনা হল ।
অনেক ভালবাসা, অনেক হিংসা,
অনেক সম্পর্কের ছোটোবড়ো গল্প লেখা হল;
এতো অনেকের মাঝে বরং তুমিই ছিলে একা;
আছো; হাতে হাত রেখে অগোচরে তুমিই
নীরবে নিয়ে চলছ আমায় মহামিলনের দিকে।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন