শনিবার, ১ আগস্ট, ২০১৫

মিজান ভূইয়া





পৃথিবীর গল্পগুচ্ছ 
মিজান ভূইয়া




সাধ্যের বাইরে যায়
অভিমানের শহর! 
প্রাচীন শর্তে পাখির ছায়া, সংকট 
সমাদৃত হয়। 
নীল মেঘ কাছে আসে। 
বারান্দায় অকেজো থাকে 
লুট করা জমি। 
হাত নেড়ে বিদায় চায় ব্যাথিত দুপুর। 
হয়তো ভুল করে ট্রেনের 
কামরাগুলো বুকে চড়ে বসে। 
হাত পাতে সূর্যাস্ত, ছায়া গান। 
দেখি তোমার চারপাশে ঝড় 
কয়েকটি ডাকনাম আর 
পৃথিবীর গল্পগুচ্ছ! 




















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন