যদি এমন হতো...
স্বপন দেব
হাত বাড়ালেই বন্ধু আর গাছ নাড়ালেই টঙ্কা,
বছরগুলো পার করি, নেই বয়েস বাড়ার শঙ্কা।
শিরায় শিরায় বইবে ধারা উনিশ-কুড়ির চলনে,
কোলেস্টেরল রইবে বশে দেদার ব্যাতিক্রমণে।
কাজের চাপে কপাল কোণে দপদপ নেই একটু খানি –
বুকের ভেতর বাঁদিক ঘেঁষে নেইকো কোনও ধুকপুকানি।
চড়তে সিঁড়ি হাঁটুর ব্যাথা থামাবে না ল্যান্ডিঙে,
পায়ের পেশীর পড়বেনা টান ঘণ্টাদুয়েক সাইক্লিঙে।
স্বপ্ন যেমন সাজাই আমি, সবকটা তার ফলবে।
চল্লিশোর্ধে চশমা এঁটেও চোখের তারা জ্বলবে।
আলোয় ভরা নায়াগ্রাকে কাছের থেকে দেখবো,
ইউ এস এ এর অভিজ্ঞতা ডায়রি ভরে লিখবো।
কিন্তু…
সবাই জানি এমনধারা হয়না কঠিন বাস্তবে…
কি হলো আর কি হলোনার হিসাবনিকাশ রাখ তবে।
স্বপ্ন দেখা ছাড়বিনে তুই, বাঁচার কারণ সেটাও তো!!!
যেটুকু পাস মনের খোরাক যত্নে রাখিস অন্ততঃ।
বাড়বেনা তোর মনের বয়েস যতোই চুলে পাক ধরুক,
নিম আকাশে ইচ্ছে-পাখী বাঁধনবিহীন আজ উড়ুক…
এবং একুশ
মন ছুঁয়ে গেল ।
উত্তরমুছুন