অতীতের ভার
রূপক সান্যাল
ওই যে সবাই চ`লে গেল একে একে
হাত নেড়ে – দূর দিয়ে
তুমি ব`সে আছ ?
তোমাকে ডাকেনি বুঝি কেউ ?
তোমারই ডানার পালক নিয়ে
সে ঘুরে এলো নক্ষত্রলোক -
তুমি ব`সে আছ ?
ভালোবাসেনি কেউ,
যেটুকু খাবার ছিল – খুঁটিয়ে খেয়েছে
যেটুকু পাবার ছিল – চুটিয়ে ভ`রেছে দু`পকেটে
আমার একটি হাত জমা রইলো তোমার কাছে
আমার অর্ধেক আত্মা
তোমার বুকে লকেট হ`য়ে ঝোলে,
কফিন খুলে কোনোদিন হীরের আংটি খুঁজতে যাবনা
তোমারই পালক ওরা খুলে খুলে নিয়ে যায় –
ঘর সাজায় - বোঝ না ?
সে তো একা একা ঘুরে এলো নক্ষত্রলোক
তোমাকে ফিরিয়ে দেয়নি তোমার ডানা,
সে তো বেশি-দূর-উড়তে-না-পারা পাখি চায়,
যে অতি সহজেই মুঠোয় চ`লে আসে
ওইসব পুরুষের লালা থেকে
তোমাকে অনেক অনেক দূরে নিয়ে যেতে ইচ্ছে হয় ...
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন