শনিবার, ১ আগস্ট, ২০১৫

শর্মিষ্ঠা ঘোষ


তুই এনে দিস 
শর্মিষ্ঠা ঘোষ



তুই বলছিস পেছনে লাল ও বলছে ‘বাহ’!
আমি গ্যাড়ালাম ইঁদুরকলে, কিমাশ্চর্যম্ আহ!
কেউ বললে‘বেশ চলেগা’ তুই বলছিস ‘অখাদ্যি’
যাব কোথা, হে ভগবান! কার কথাতে পাত্তা দি

এদিক চাপলে ওদিক ভাগে ‘দুষ্টুপুটু’ ভাবনাজাল
পোষ মানাতে আদর দিলাম উঠল গিয়ে ‘মগ’ এর ডাল
যুগের হাওয়া বেয়াড়াপনা টানছে কেবল ঘূর্ণিপাক
কি ভাগ্যিস শেকল পরা ঘটতো নইলে দুর্বিপাক!

থিমের বাজার বড্ড চড়া, টাচ করতে লাগছে ভয়
‘বাসি পচা দুর্বিনীত’- আওয়াজ খাচ্ছি অজায়গায়
বাঁচা আমায় বাঁচা রে ভাই, নিসপিশাচ্ছে কলমখান
দুরারোগ্য লেখার ব্যাধি ছাড়তে চাইছি যাচ্ছে না

বর্ণ নেই ছন্দহীন ভীষণ তবু বাঁচতে চাই
তোরই কাছে হাত পাতলাম উড়িয়ে দে ঢপের ছাই
তোর দিঠিতে দেখব আমি ভূত ভবিষ্য বর্তমান
তুই লিখে দিস জীবনগান বাঁচার সুর আর আয়ুষ্মান













এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন