সমীপেষু
সৌগত মজুমদার
তোমার হাতে বন্দুক ছিল, আমার শূন্য তূণ।
আপদে বিপদে বিপথে শ্বাপদে, হাড়ে মজ্জায় ঘুণ।
**
তৃণ সবুজ রংও ছিল, নীলচে আঁখি পল্লব
সবজে রং কালচে লাল, লালায়িত জান্তব।
***
টুকরো ভাঙ্গা ডাবের খোলা, গঙ্গাফড়িং পা।
রাত নেমেছে, ধূপের ধোঁয়া। গুলিয়ে ওঠে গা।
****
প্রেম পুরাতন ভৃত্য নেশার তাবড় লিবিডো।
রাজপথ তুই কানাগলির খবর দিবিত ?
*****
শিরা এবং উপশিরায় রক্ত জমা নুন।
নিয়ন আলোয় মুখোশ পোড়ে। হাড়ে মজ্জায় ঘুণ।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন