শনিবার, ১ আগস্ট, ২০১৫

সোহেল আহমেদ পরান


মনবাড়িতেই থাকো তুমি 
সোহেল আহমেদ পরান 



আমার মনবাড়িতেই তোমার বাস 
কোথায় চাও যেতে তুমি?
পারবে না কভু 
যেমন পারো নি আগের তেরো ব্যর্থ চেষ্টায়। 

তোমার জন্য অবাধ্য ব্যাকুলবোধ 
সীমানা প্রাচীর হয়ে বুক পেতে দাঁড়াবে ঠিক তোমার পথে 
ভালোবাসা মারতে তুমি ভালোবাসা বুকে তুলে নেবে জানি।

মনবাড়ির তুলতুলে আঙিনায় তোমার নিমগ্ন পায়চারি
আমার বিমুগ্ধ চোখের নিয়ত কেন্দ্র হয়ে রয় 
পরিধিতে পাহারায় থাকে স্বপ্নিল অনুভব

ব্যালকনির রেলিং ধরে তোমার উদাস আকাশ-বিহার
কিংবা বসার ঘরে সলজ্জ আনত স্মিত আভা
মনবাড়িকে আভিজাত্যের সোপান দেখায় কেবল

মনবাড়ির খাসকামরায় তোমার জন্য সযতনে কর্ষিত আসন
উন্মুখ হাহাকারে তোমার প্রতীক্ষায় প্রহর গুণে 
একদিন এসে সর্বাঙ্গে ছুঁয়ে যেও মনোনীতা।













এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন