শনিবার, ১ আগস্ট, ২০১৫

অনিন্দ্য মুখোপাধ্যায়






পূর্বরাগ
অনিন্দ্য মুখোপাধ্যায়




তোরা কি জানিস সখি,
কেন আমি ভুল বকি!!
কেন কাঁদি হাসি আজকাল?

আমি তো পড়েছি প্রেমে,
আমি তো মজেছি শ্যামে,
শ্যামেরই যাদুতে এই হাল।

তোরা কি জানিস নাকি!!
কেমনে স্বপন মাখি!!
কেমনে কাটাই রাত দিন?

শ্যাম তো বাজালো বাঁশি,
আনমনে তাই হাসি,
শ্যাম বিনে বৃথা যায় দিন।

তোরা কি চিনিস তাকে,
জানিস কোথায় থাকে?
বলে দিবি তোরা কি আমায়?

শ্যাম কি যাদু করেছে,
কেমনে বশ করেছে,
শ্যাম বুঝি কাঁদালো আমায়!!

তোরা কি দেখলি তারে,
সেও কি রাধার তরে
বাজায় কি বাঁশির ওই সুর?

শ্যামেরে পাই না তবু, 
ভুলতে পারিনা কভু
শ্যাম বলো তুমি কত দূর??












এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন