পুনরাগমনায়চ
মধুছন্দা মিত্র ঘোষ
এতো আয়োজন –
সব উত্থানের প্রস্তুতি
এক গমন পেরিয়ে, আবারও
তোমায় নতুন করে পাবো বলেই
উড়িয়ে দিলাম অতীত
কিছু শাশ্বত স্মৃতি
কিছু জ্যোৎস্নালোক
মুদ্রিত রইল সই-সাবুদ
শর্ত ও বোঝাপড়া
বিধিবদ্ধ দায়ভার
এভাবেই,
এভাবেই পুনরাগমনায়চ...
এবং একুশ
খুব সুন্দর,
উত্তরমুছুন