শনিবার, ১ আগস্ট, ২০১৫

দীপঙ্কর বেরা


চলতেই আছি 
দীপঙ্কর বেরা




আমি চলতে আছি চলতেই আছি
জীবন থেকে জীবনের পথে চলতেই আছি ,
বিনিময় শুভেচ্ছার অঙ্কুরে অঙ্কুরে
আপ্রাণ চেষ্টায় হৃদয় আঁকা
গোলাপের বাগানে ঘুরে ফিরে
চলতেই আছি শুধু চলতেই আছি ।
হাত বাড়িয়ে হাতের অসহায়
জীবন গাঁথা আরো ভরসার অবস্থানে
শক্ত জমিতে নিজস্ব হয়ে
সংযমী শুভ রাস্তায়
চলতেই আছি শুধু চলতেই আছি ।











এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন