শনিবার, ১ আগস্ট, ২০১৫

মাহমুদ নজির



মহাজন
মাহমুদ নজির



নতুন করে বিনিয়োগ
করতে চাইনা কিছুই,
বেকায়দায় পড়ে 
ব্যবসায় নেমেছে ধ্বস ; 
মূলধন আটকে গেছে
চাঁদাবাজ আর 
দালালের খপ্পরে হঠাৎ
এ যাত্রায় কিছুদিন থাকতে চাই
টেনশন ফ্রি! 
তোমার এলোমেলো
নাচের ভঙিমা দেখে 
মন ভালো নেই তেমন,
হুইস্কি আর কালো বিয়ারের 
বোতলেও জমে আছে 
আষাঢ়ের ঘোলা জল...
নদী বেঁকে যাচ্ছে 
এপার ওপার ভেঙে। 
আমাকে থাকতে দাও 
আর কটাদিন একা,
সুযোগ বুঝে ঘুরে আসি 
শহর কলকাতা
দেখে আসি নলিনী ঘোষের 
ব্যবসা আজকাল
জমেছে কেমন।







এবং একুশ

1 টি মন্তব্য: