শনিবার, ১ আগস্ট, ২০১৫

অঞ্জন বর্মণ



মেরিলীন লাসেরনা
অঞ্জন বর্মণ 




যে মেয়েটি মাঝরাতে ঘুম চোখে চলে 
ট্রেন ধরে পার করে অজস্র মাইল 
হুইশল এর তীব্র শব্দ – বুকে রক্তরোল 
বিছানায় শিশুদুটি মাতৃদেহ খোঁজে

তখনো হৃদয়ে বাজে Kenny Rogers। 

জঠরে আগুন রোজ টেনে নিয়ে আসে 
মৎস্যভেড়ি, পুতিগন্ধ, হায়েনার চোখ
নির্লিপ্তি বস্তা ভরে রূপোলী রানীতে
বেসাতির সংগ্রাম সূর্যালোক আনে

‘You decorated my life created a world’। 

চিবুকের স্বেদবিন্দু মুছে যায় ক্লেশ 
শিশুদের কলরোল স্কুলের প্রাঙ্গনে 
মাতৃস্নেহ চলকে পড়ে নরম হাতগুলিতে 
ক্লান্তি ভেঙ্গে তৃপ্তি হাসে কঠিন চোয়ালে

‘By painting your love all over my heart’। 

ঘরে ফিরে ক্লান্তিহীন নতুন সংগ্রাম
পুরুষের অপ্রেমে আত্মসমর্পণ 

….

তবু প্রেম আছ তুমি মুক্তির ওপারে
দৈববাণী ঝরে পড় হৃদয়ে আমার 

‘Shining soft in your eyes...’।









এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন