ক্রমান্বয়ে কতকগুলি ছবি
পলাশ কুমার পাল
তর্জনী ও বৃদ্ধাঙ্গুষ্ঠে একটি চোখের ছবি
নীল রঙে আঁকা;
বটাগাছের কাণ্ডে ধরো-
একটি জীবন্ত মানুষ যেন দেখছে।
মানুষেরা কখনো দেখেনি অতটা জীবন্ত!
এবার ঠিক তারাটির উপরে,
বাম হাতে পেরেক নিয়ে
ডান হাতের মুঠোয় হাতুড়ি মারো-
একটি জীবন্ত মানুষ যেন হাসছে।
মানুষেরা কখনো হাসেনি অতটা অফুরন্ত!
ছবি থেকে হাত ছেড়ে স্থির হও;
খালি গায়ে মাটির উপর দাঁড়িয়ে
বটগাছ আর ছবিটি দেখো-
একটা গোটা মানুষ ডাকছে।
মানুষেরা কখনো ডাকেনি অতটা ভালোবেসে!
এবার সভ্যতায় ফিরে যাও;
ক্যামেরার পেছনে চোখ রেখে
প্রাণবন্তকে জড় করে দেখো-
একটা শব কাঁদছে।
আত্মীয়ের মৃত্যুতে কেউ কখনো কাঁদেনি অতটা শোকে!
আবার ছবিটির কাছে গাছটির নীচে দাঁড়াও;
তুমিও গাছ হয়ে যাও
পৃথিবীর সব অন্ধকার শিকড়ে বিঁধে-
একলায় সে ঝুরি নামাচ্ছে।
মানুষেরা কখনো হয়নি অতটা প্রাণবন্ত!
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন