সেও সুফালা হবে
মনোজিৎ কুমার দাস
অনূঢ়া সে এক কুমারী
অহল্যার মতো পাথর হয়ে আছে
কত না বসন্ত;
সে এক অহল্যা ভূমি,
শাপমুক্ত হয়ে একদিন সেও সুফলা হবে।
অনূঢ়া সে এক কুমারী
আপাপবিদ্ধ আজও যেন সে মেয়ে;
কোন কৃষক আজও আসেনি
লাঙ্গলের ফলায় শান দিয়ে
অফলা জমিনকে সুফলা করতে।
অনূঢ়া সে এক কুমারী
কর্ষণ শেষে সুফালা বীজ বপন করে
কোন এক কৃষক এ অহল্যাভূমিকে
শাপমুক্ত করবে একদিন না একদিন,
অহল্যার মতো একদিন সেও সুফলা হবে।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন