শনিবার, ১ আগস্ট, ২০১৫

সুধাংশু চক্রবর্ত্তী



অব্যক্ত বেদনায় ভরে বুক 
সুধাংশু চক্রবর্ত্তী 



দেখলাম মুখ টিপে হাসছো
ঘুরেফিরে চেয়ারটায় গিয়ে বসছো ।
তোমার ঐ হাসিখুশি মুখখানি দেখে
মনকে বলেছি ডেকে
ঐ দ্যাখ উড়ন্ত সোনালী চিলের বুকের আশা 
কেড়ে নিয়ে যায় তোর যত ভালোবাসা
পারলে রাখ তাকে ধরে
বেঁধে তোর ঐ মনমন্দিরে ।
মন হাসে শুনে সেই কথা
বলে ডেকে, ওকি তোমার সবিতা ?
ওকে তো মালিনী বলেই জানি,
তোমার সবিতা যে বড্ড অভিমানী
সেই যে না বলে কয়ে কোথায় গেল চলে 
তা কি আবার ফিরে আসবে বলে ?
মোটেও না 
সে কোনোদিনও আর ফিরে আসবে না 
কথাটা বলেই মন হাসে ঠা-ঠা করে
চাপা কান্নায় আমার এই দীর্ণ বুকখানি ভরে 
ওঠে কোন দুঃখে এমন অযাচিত ভাবে, 
সে কী তবে তোমারই অভাবে ?
















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন