শনিবার, ১ আগস্ট, ২০১৫

শাহেদ সেলিম



চেরাই
শাহেদ সেলিম




অনুভূতিগুলো-
সুখ-দুঃখ, ভালবাসা 
চেরাই করি সুবিধা মত
চেরাই করি, চেরাই করি

জমি, জমা, অংশ, বংশ
নারী, প্রেমিকা অথবা রক্ষিতা
চেরাই করি সুবিধা মত
চেরাই করি, চেরাই করি

তবুও চেরাই হয়ে যাই
চেরাই হয়ে যায়
সময়ের কাছে
আমরা সবাই
চেরাই হয়ে হয়ে শুয়ে থাকি
খাটে, শুয়ে থাকি, পুড়ে যাই
অথবা বাক্সে করে নেমে যাই
শূন্যতাকে চেরা যায় কী না
কেউ কী জানে? কেউ কী জানে?










এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন