প্রলাপ
দময়ন্তী দাশগুপ্ত
বল দেখি বাঁচা কাকে বলে?
বল দেখি মরে যাওয়া কি?
বল দেখি রোদ্দুর মানে?
বল দেখি হরিণ কি জানে?
বল দেখি কাকে বলে চেনা?
কাকে আজ আলো বলে ডাকে?
ভালোবাসা বাসা যায় নাকি?
হৃদয় কোথায় পড়ে থাকে?
বল দেখি সোজা কাকে বলে?
কাকে ডাকে বাঁশি বলে আজও?
কে জানে প্রলাপ আছে নাকি?
কথাহীনতার মাঝখানে?
ভুলে যাওয়া শব্দকে চিনিস?
ডানা নিয়ে চলে গেল কবে?
একমুঠো গন্ধরা যাবে?
ওদের খুঁজতে এখনো?
জল থেকে রঙ নিয়ে এলি?
আমাকে লিখলি আকাশে?
গল্পদের বলে এসেছিস?
তারাদের ভাসাও ক্যানভাসে?
রামধনু কেঁদেছিল কবে?
চিঠি কেউ লেখেনিতো তাকে?
চিঠি কেউ লেখেনিতো তাকে।
কেউ তাকে মনে রাখেনি তো।
নাম ধরে কেউ ডাকেনি তো।
রাতভোর বৃষ্টির ফাঁকে।
সেই শুধু ভেসেছে প্রলাপে।
সেই শুধু ভেঙেছে প্রলাপে।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন