মঙ্গলবার, ৩ মে, ২০১৬

সলিল বোস



গোপন কথা
সলিল বোস



পুরুষের স্বভাব বদল হয়না
বয়স যতই হোক,
নারীর বিশেষ অঙ্গের প্রতি
প্রথমেই পড়ে চোখ।
নারীও সেবিষয়ে সচেতন তাই
রূপচর্চায় গুরুত্ব দেয়,
পুরুষের মুগ্ধ দৃষ্টির আকাঙ্ক্ষায়
উদগ্রীব হয়ে রয়।
বিধাতার একি অপূর্ব অবদান
সৃষ্টির মাহাত্ম্য অনন্য,
উভয়ের প্রতি অমোঘ আকর্ষণ
জীবনকে করেছে ধন্য।




























এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন