এলোমেলো
কাশীনাথ গুঁই
অনেক দিন ধরে,
বহুপথ ঘুরে ঘুরে
গেছি সাতসমুদ্র পারে।
বালিয়াড়ি মাড়িয়ে
অবিরাম স্রোতে
সাগরে
সুর বাজে।
ঢেউ
আসে
ফিরে
যায়
অব্যক্ত বেদনাহত।
রাত
বাড়ে
কোলাহল কমে
সাগরে
কান্না বাড়ে।
বালুকাবেলা পড়ে
থাকে
একা
রাত
ক্লান্ত হয়।
সকাল
পুবে
লালচে
রঙে
দিনমণি ওঠে।
অনেক
সামুদ্রিক জীব
অক্টোপাস জেলিফিশ
ঝিনুকেরা পড়ে থাকে তটে।
কাঁকড়া পালায়
দূরে
ঝিনুকেরা ঝলমলে –
মুক্তো মেলেনা।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন