ইন্দ্রনীল
সেনগুপ্ত
ব্ল্যাক প্যান্থার লোকালয়ে থাকে
না থাকলেও খাঁচাতে,
মানুষ যখন বাঁচাতে পারে না মন,
বুকের ভেতর বাঁধে বাসা প্যান্থার
রক্তের ঘুণপোকা,
খেয়ে নেয় মন শরীর হাড় মাস মজ্জা,
শাইনিং ব্ল্যাকসিল্ক মুখে তার লেগে থাকে রক্তের দাগ।
নির্জনে জমতে থাকে শীতের কারুকাজ,
টিনে, পাথরে, কাঠে শব্দের টুংটাং,
তুমি ভাবো শীত আরোপ করে এই সব
শর্ত বরফের সাথে।
আসলে তা নয়,
প্যান্থার হেঁটে যায় পাঁচিলে, ছাদে, ফলস সিলিঙের ফাঁকে,
শব্দগুলো আসলে একান্তই
প্যান্থারের নিজস্ব শব্দ।
নিজেকে প্যান্থার ভাবো অবশেষে,
ভাবো কালো
বিশাল এক সিল্কের
বেড়াল;
আত্মস্থ করো হুঙ্কার,
ক্রমশ হয়ে ওঠো প্যান্থার।
এবং একুশ
Vah kya bat.
উত্তরমুছুন