সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

‪ব্রততী



‪রংমশাল‬
‪ব্রততী‬



রূপের আলোয় সাজানো বংমহল
আমার যে শুধুই রংমশাল
রূপের ছটায় পুন্জীভূত আভা
সুরভী ঢালে মনে ভরায় সভা
রূপের কাননে পুস্প হয়ে ঝরে যাওয়া 
কিছু আলগা হাওয়ার মাঝে আমাদের পাওয়া 
নগণ্য ছিলাম, অতি নগণ্য 
ঘৃণা আরশী ছিল তার প্রতিসম
রংমহলে সাঝে ঝরে যাওয়া কিছু অব্যক্ত ভংগি
শরম রাখা চোখের নেশা
লাল শেরাবের সংগী
রূপের কাননে আমার ফুলদল
গোলাপ জুঁই শেফালী মল্লিকা 
আর আঁখিজল
নিতি বিকিকিনি রূপের হাটে মোর
উন্মুক্ত প্রাঙ্গন খুলেছে দোর
প্রদীপের সজল আলোকমালা
আঁখি জলে ঝরে সে মতিমালা
প্রাণ জ্বলে দীপাধারে
উজ্জ্বল রূপ প্রশফুটিত
এই রংমহলের আঁধারে






এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন