প্রতীক্ষা
বনশ্রী মিত্র
মেঘবুড়ি তোর বয়স হবে কত?
মা বলে হাজারখানেক মত।
মেঘবুড়ি হাসে মিটিমিটি,
ছাদের ধারে আসে গুটিগুটি।
গল্প গাথা চলে সারাদুপুর,
বিকেল হলেই আবার সে
দূর বহুদূর।
মেঘবুড়ি তোর মজা কিন্তু ভারি
যেখান সেখান বানাস তোর বাড়ি।
মেঘবুড়ি তুই নিবি আমায় সাথে?
আকাশটাকে দেখব কাছ থেকে
তোর পেখমে বাঁধব বাসা আমার
গল্পে গল্পে সারাদিন কাবার।
হঠাৎ বৃষ্টি অহং নিয়ে তরপায়
শাওন এলে মেঘের কি বা রয়!
মেঘবুড়ি এই আঁধার ঘোচাবি কবে
অবিরাম বৃষ্টিতে মন যে আমার কাঁদে।
আয় না সখি,সেই চিলেকোঠার কোণে
শেষ না হওয়া কথাগুলো শুরু করি
আবার দোঁহে!
এবং একুশ
মেঘভরা দুপুর অনেক না বলা কথা নিয়ে আমাদের মনের চিলেকোঠায় লুকিয়ে ছিল,তাকে খুঁজে দেওয়ার জন্য ধন্যবাদ। মন ভরে গেল। লেখিকার কাছ থেকে এরকম আরো লেখার প্রত্যাশা রইলো।
উত্তরমুছুনঅমিতাভ সরকার
Antorik dhonnobad
মুছুনKhub sundor. Likhe jao.
উত্তরমুছুনAnek dhonnobad :)
মুছুন