বুধবার, ১ জুলাই, ২০১৫

সুমন্ত চ্যাটার্জী

ভেসে যায় তারাখসা
সুমন্ত চ্যাটার্জী


()
গুমনামির নেশা ভিজে যায় দুচোখে,
বুক সমান উঁচু উঁচু ঘাসেরা যখন
দুলতে থাকে আলগা চাঁদ
পোড়ো শ্মশানের পাশ থেকে
কি যেন একটা টেনে নিয়ে যায় ...
হেসে চলে সেই অজানা রহস্য
তার শরীরে আবলুস রঙের শাড়ি
হাজারো ঝকমকে চুমকির মেলায়
সবার মুখেই পালিয়ে যাওয়া কেন

()
কোনো আঁধারই একা যাবেনা তার,
ঘুম ঢলে আসা শহরই শিখিয়েছে
কিভাবে আড়ালের ব্যবহার,
বিছানার উপত্যকা জুড়ে ছড়িয়ে যায়
অসাড় প্রত্যঙ্গের রোজনামচা,
কখনো পিপাসু হাতের এলোপাতাড়ি
চুমকি খসিয়ে দেয় সামান্য অনেক
আর কবি ছাড়া কেউ থাকেনা
আলোয় তাদের আলো ফুরোতে দেখার ...

()
মনের মত থমথমে হ্রদ
মাঝেমধ্যেই ফেঁপে ওঠে জ্যোৎস্নার জোয়ারে,
সুগন্ধী ফেনা ভাঙার মোহজালময়
উড়ে আসে সেইসব নিরুদ্দেশ
ভালোবাসার মত একটা একটা করে,
আদিমতার নগর সভ্যতায় যে শিল্প
শুধু প্রয়াস হয়েই রয়ে গেল
সেই ঝুলন্ত উদ্যান থেকেই
ঝলমলিয়ে ওঠে ভাসমান তারাখসা ...








এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন