বুধবার, ১ জুলাই, ২০১৫

পারমিতা চ্যাটার্জী

তোমায় মন পড়ে
পারমিতা চ্যাটার্জী





লুকিয়ে আছ হিয়ার মাঝে
তোমায় শুধু মনে পড়ে
এমন বর্ষা রাতে;
মন হেঁটে চলে
শৈশবের ছায়া ভরা আঙিনা দিয়ে,
কত কথা আর কবিতা গাথায়
কেটেছিল সেই দিন,
সবই আছে লেখা অন্তরে,
আজ শুধু তোমায় মনে পড়ে।
ঝিরঝিরঝির ঝরেছিল বৃষ্টি
সেদিনও সন্ধ্যাবেলায়,
বর্ষারাতের কবিতায় গানে
মেতেছিল সেই দিন,
সবই আজ শুধু-- ইতিহাস;
আমার যে শুধু তোমায় পড়ে মনে,
আষাঢ় মাসের বর্ষার অঙ্গনে।।
আজ তুমি নেই কাছে,
এমন বাদল রাতে,
আছ অন্তর গভীরে
নীরবতার এক কোণে;
গোপনে অশ্রুজল----
আজও খুঁজে চলে তোমায়,
বদল বরিষণে,
তোমায় মনে পড়ে।।

















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন