অর্ধাঙ্গিনী
জাফর পাঠান
জৈব চাহিদা বা সন্তান উৎপাদনে শুধু নয়
আরো অনেক চাওয়া পাওয়া নেপথ্যে কথা কয়,
তোমার রূপ যৌবনরে চাঁদ রোসনাই চমক
আঁকা বাঁকা দেহের সর্পিল ছন্দের ছন্দ ছমক,
ঐ চোখের হরিণী চাহনি যদি বুকে এসে বিঁধে
তবু থেকে যায় ধর্ম বন্ধনে-ধার্মিক কিছু ক্ষিধে,
নারীর নারীত্বকে মেনে যদি তুমি-নারিত্ব সও
তবে তুমি পূর্ণ নারী, আধা নর-আধা নারী নও।
নারীর ভূষণে নারী সুন্দর, মেয়েলী আচরণ
চলনে বলনে তুমি স্ত্রী, না বুঝার নাই কারণ,
দেখো, তোমার শক্তি কি সম-কোনো পুরুষের মত
নাকি পুরুষালী গতর তোমার দেহে আছে তত,
তুমি যদি হও ধরণীর তরী, স্বামী তার মাঝি
ডুববেনা সে তরী-ভক্তি বিশ্বাসে তুমি যদি রাজি,
নারী যদি নর হয়ে, নরকে বানাতে চায় নারী
সুখকে ত্যাগীছে সে নারী-দিব্যি দিয়ে বলতে পারি।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন