সুনিপুণ আকাঙ্ক্ষার কবিতা
পুণ্যশ্লোক দাশগুপ্ত
১
তুমি চাইলে অহংকার একটি স্লোগান
তুমি না চাইলে ফড়িঙ অথবা ফিরে যাব
আজকাল তুমি পরের কথায় কান দিচ্ছ,
ঝিলের পাশেই অন্য আর একটি ঝিল
আমি সেখানেও বসি কবিতা লিখি
২
অনেক চেষ্টা করেও ফোনে তোমায় পেলাম না
সেলফিতে আছো মনে হয়,
নিজের মধ্যে থাকো পুরোনো প্রেমিকের গুণগান করো
আমার তাতেও কোনো আপত্তি নেই
প্রেম তো আর পালিয়ে যাচ্ছে না
৩
সেখানে আর কিছু নেই,তোমার কুরুশ-কাটা উল
তুমি নেই কিন্তু তুমি আছো যেন
সেই মুগ্ধতা এসেছিল সুধার তাড়নায়
ভেঙে দাও মৃদু কেঁপে উঠব আর কিছু নয়
৪
জীবন তবে শরীরের খাঁচার ভিতরেই থাকে না
দরজা খুলে সে বেড়িয়েও আসে
আগে বুঝিনি
এবং একুশ
'জীবন তবে শরীরের খাঁচার ভিতরেই থাকে না
উত্তরমুছুনদরজা খুলে সে বেড়িয়েও আসে'... । চমৎকার কাব্যভাষা । কিন্তু 'বেড়িয়ে আসে' 'বেরিয়ে আসে' ? দুটোই অবশ্য প্রয়োগ করা যেতে পারে ।