অঙ্ক
সিয়ামুল হায়াত সৈকত
আফিমের উষ্ণ অনুভব-
ঠোঁটে, কামড়ে দিয়েই ঘুমচোখ তোর!
আদুল হাত-নোখে ভালোবাসি বলিস্
দিনরাত কি অসহ্য ভালোবাসি।
একমাত্র স্বপ্নকন্যা যে কিনা উডেই..
তুই আর তুই, ঘুমিয়ে পড় এক্ষুণি;
ভালোবাসা বড্ড বেহিসেবি অঙ্ক!
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন