মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

শিবলী শাহেদ



অনন্তব্রত
শিবলী শাহেদ


নখাঘাতে আহত সহস্র সৈনিক দাঁড়িয়ে আছে তোমার ওই জারুল গাছটার নীচে। প্রিয় বোন পারুল— অথচ এই ঘরের ভেতর তুমি কার জন্য এত জমিয়েছ কান্না, বড় যত্নে লালিত! কার জন্য এই অনন্তব্রত...
বলছিলাম, কিছুটা নমনীয় হ'লে আরো ভালো হতো। নাকি নমনীয়তার ভীষণ চূড়ায় দাঁড়িয়েই তুমি ভাবছ— এই যে অগণিত সৈনিকেরা, গুঁড়ো ধোঁয়াশায় এক হরিণ-শাবক খুঁজতে গিয়ে তারাও একদিন কুয়াশা হবে?









এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন