একে কি বেঁচে থাকা বলে
সুধাংশু চক্রবর্তী
চারিদিকে বারুদের গন্ধ। অসহায়ের করুণ
আর্তনাদে বাতাসের ডানা ভারী হয়।
আনন্দের ছিটেফোঁটা আর অবশেষ নেই
ইতস্তত ছড়িয়ে আছে রাশিরাশি ভয়।
আতঙ্কে কথা নেই কারও কারও মুখে
ফ্যাকাসে মুখগুলিতে জমেছে বিন্দু বিন্দু ঘাম
হতাশার গ্লানি ছিন্নভিন্ন করে যায় মনটাকে
সাহস কোথায় করে প্রতিবাদ অবিরাম ।
একে কি মানুষের মতো বেঁচে থাকা বলে?
তবুও ব্যর্থ জীবনের ভার বয়ে চলতেই হয়
আতঙ্কগ্রস্ত দু’চোখের সামনে থাকে ঝুলে
তথাকথিত সভ্য সমাজের নিদারুণ অবক্ষয়।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন