এপিসোড
পিয়ালী বসু
শীতের এপিসোড শুরু
দক্ষিণাপণের পাঞ্জাব এম্পরিয়াম থেকে কেনা আমার ফুলকারি কুর্তিটায় তোমার অবাধ্য অঙ্গুলির ডোরাকাটা ছোঁয়া
বাতাস এখন আর্দ্র
আমাদের শেষ মন কষাকষির ছবিটা তাই বেশ অস্পষ্ট
সোহাগী দুপুর গুলোর আহ্লাদী আদর গুলো বরং স্পষ্ট সেখানে
বাতাসে রক্তের দাগ পড়ে কি ?
নিজের ইজারা করা সম্পত্তি বেহাত হলে
হয়ত বা এমনই
তবুও ঘাড়ে পিঠে বুকে কানের লতি তে
আজও
তোমার অবাধ্য অঙ্গুলির ডোরাকাটা ছোঁয়া ~
একা মেয়েটার নরম গালে আজও প্রহরীর মত রাত জাগে ভালবাসা ~
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন