অবুঝ সীমায়
দর্শনা বসু
সম্পর্কের ক্ষয়ে আসা আলোও কি
উৎসুক অলিন্দের জাফরি খুঁজে বেড়ায়-
আনত মুখের ছদ্মগম্ভীর রেখায়,
কনে দেখা আভা ছুঁড়ে দিয়ে
লুকিয়ে পড়ে আনাচে কানাচে।
সীমাহীন নীল দ্বন্দ্বেরাও
খুঁজে নেয় নিবিড় আলিংগন-
তীব্রগন্ধী মুগ্ধতারা উপচে পড়ে
শরীরের অবুঝ সীমায়।
এবং একুশ
দর্শনার কবিতা আমার বেশ লাগে । জটিলতা নেই ।
উত্তরমুছুন