মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

পিনাকী



তুমিই সেই মেয়ে...
পিনাকী




তুমিই সেই মেয়ে...

জন্মাবধি কাল্পনা করে এসেছি যাকে,

যৌবনে পা রাখার পর থেকে

কল্পনায় রং মিশিয়ে ছবি এঁকেছি যাকে মনে মনে,

তুমিই সেই মেয়ে।



হ্যাঁ, তুমি...তুমিই সেই নারী,

যার সাথে সংসার পাততে পারব না জেনেও

কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে-পা

মিলিয়ে এক সাথে হাঁটতে চেয়েছিলাম।

যার শরীরে উগ্র মাংসের গন্ধ নয়,

পেয়েছিলাম সুগন্ধি আতরের সুবাস।



তুমিই সেই মেয়ে...

যার ছবি ভেসে আসে কালের তিমির রজনী ভেদ করে,

অনাদি অনন্ত হৃদয় উৎস হতে।

নিজেরে হারাই বারে-বারে

শুধু তোমাকেই খোঁজার ছলে।



তুমিই সেই নারী

যার শরীরের নরম স্পর্শ আজও অনুরনন তোলে

প্রতিটি শিরায়-শিরায়,

মন ভরে যায় স্নিগ্ধ আবেশে।

শরীরী কামনার জন্য নয়, আজও ভালোবাসি

নিজেকে তোমার মাঝে খুঁজে পাই বলে,

তোমার চোখের তারায়, মনের মাঝে

চাই যে নিজেকে হারাতে ।

বাঁচতে চাই যাকে আঁকরে ধরে

তুমি, হ্যাঁ, তুমিই সেই মেয়ে।




















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন